দুঃখ এলে দেয়না কেউ আর আদর করে সব ভুলিয়ে,
ঘুম পাড়ানির গল্প বলে দেয়না মাথায় হাত বুলিয়ে।
মা-জননী এই আমাকে বুকে টেনে নাও, কত দুরে আছ তুমি সঙে নিয়ে যাও।
একটু চোখের আড়াল হলে, বলতে খোকা ফিরে আয়
কেমন করে চলে গেলে, একা তুমি ফেলে আমায়
হো একটু চোখের আড়াল হলে, বলতে খোকা ফিরে আয়
কেমন করে চলে গেলে, একা তুমি ফেলে আমায়।
মা-জননী এই আমাকে বুকে টেনে নাও, কাত দূরে আছ তুমি সঙে নিয়ে যাও
তোমার পায়ে সর্গ আমার, সকল বেথার শান্তনা
তোমার কোলে মাথা রেখে, ভুলি মনের যন্ত্রনা।
হো তোমার পায়ে সর্গ আমার, সকল বেথার শান্তনা
তোমার কোলে মাথা রেখে, ভুলি মনের যন্ত্রণা।
মা-জননী এই আমাকে বুকে টেনে নাও, কত দূরে আছ তুমি সঙে নিয়ে যাও।
দুঃখ এলে দেয়না কেউ আর, আদর করদ সব ভুলিয়ে,
ঘুম পাড়ানির গল্প বলে, দেয়না মাথায় হাত বুলিয়ে।
মা-জননী এই আমাকে বুকে টেনে নাও
কত দূরে আছ তুমি সঙে নিয়ে যাও