Title (Indic)পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Subeer nandee LyricsBengaliপাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।। ধরতে বুকে এক ফোটা জল কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল তোমরা দেখো বৃষ্টি নুপূর দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।। ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল তোমরা দেখো মিষ্টি বরণ দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।। Englishpāhār̤er kānnā dekhe tomrā tāke jharṇā balo oi pāhār̤ṭā bobā balei kichhu bale nā tomrā ken bojho nā ye kāro buker duḥkh niẏe kāby chale nā|| dharte buke ek phoṭā jal keu jāne nā kat byathāẏ megher hṛdaẏ halo kājal tomrā dekho bṛṣhṭi nupūr dekhonā, āghāt chhār̤ā megh to gale nā oi kālo megh bobā balei kichhu bale nā tomrā ken bojho nā ye kāro buker duḥkh niẏe kāby chale nā|| phuṭte bane ek gochhā phul keu jāne nā ki āgune raṅer neśhāẏ halo ākul tomrā dekho miṣhṭi baraṇ dekhonā, dahan chhār̤ā agni jbale nā oi phoṭā phul bobā balei kichhu bale nā tomrā ken bojho nā ye kāro buker duḥkh niẏe kāby chale nā||