Title (Indic)জানি একদিন আমার জীবনী লেখা হবে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Sateenaath Mukherjee LyricsBengaliজানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়।। যেদিন রবো না আর তোমাদের মাঝে যদি এই তানপুরা আর নাহি বাজে তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে গেয়ো শুধু মোর গান যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়। জানি একদিন….।। এ জনমে আমি ওগো তোমাদের শুনেয়েছি গান কখনও ভাবিনি তবু তোমাদের কাছে কভু, পাবো প্রতিদান। যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে জীবন কাহিনী যারা আঁখিজলে লেখে আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা ঝড় হয়ে আকাশ মাতায়। জানি একদিন…।। Englishjāni ekdin āmār jībnī lekhā habe se jībnī likhe rekho, tomāder gāner khātāẏ|| yedin rabo nā ār tomāder mājhe yadi ei tānpurā ār nāhi bāje takhan haṭhāt yadi mane par̤e more geẏo śhudhu mor gān yatṭuku lekhā thāke tomāder smṛtir pātāẏ| jāni ekdin….|| e janme āmi ogo tomāder śhuneẏechhi gān kakhanao bhābini tabu tomāder kāchhe kabhu, pābo pratidān| yāder mukher hāsi meghe āchhe ḍheke jīban kāhinī yārā ām̐khijle lekhe āmār prerṇā se to tādera̮i se byathā āmāra̮i gāner sure tādera̮i se byākultā jhar̤ haẏe ākāśh mātāẏ| jāni ekdin…||