Title (Indic)আমি তো তোমারে চাহিনি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Hemant Kumar Writer Rajaneekaant sen LyricsBengaliআমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ; আমি না ডাকিতে, হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ।। চির-আদরের বিনিময়ে সখা! চির অবহেলা পেয়েছ আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি ধরে টেনে কোলে নিয়েছ।। ও পথে যেও না ফিরে এস বলে কানে কানে কত কয়েছ আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ।। এই চির অপরাধী পাতকীয় বোঝা হাসি মুখে তুমি বয়েছ, আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে নিয়ে রয়েছ।। Englishāmi to tomāre chāhini jībne tumi abhāgāre cheẏechh; āmi nā ḍākite, hṛdaẏ mājhāre nije ese dekhā diẏechh|| chir-ādrer binimaẏe sakhā! chir abhelā peẏechh āmi dūre chhuṭe yete duhāt pasāri dhare ṭene kole niẏechh|| o pathe yeo nā phire es bale kāne kāne kat kaẏechh āmi tabu chale gechhi phirāẏe ānite pāchhe pāchhe chhuṭe giẏechh|| ei chir aprādhī pātakīẏ bojhā hāsi mukhe tumi baẏechh, āmār nij hāte gar̤ā bipder mājhe buke kare niẏe raẏechh||