Title (Indic)বাধা দিলে বাধবে লড়াই WorkGeetabitan LanguageBengali Credits Role Artist Writer Rabindranath Tagore LyricsBengaliবাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥ লুঠ-করা ধন ক'রে জড়ো কে হতে চাস সবার বড়ো-- এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে। নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥ নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন? লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন। ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে-- ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে-- বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥ Englishbādhā dile bādhbe lar̤āi, marte habe| path jur̤e kī karbi bar̤āi, sarte habe|| luṭh-karā dhan ka're jar̤o ke hate chās sabār bar̤o-- ek nimeṣhe pather dhulāẏ par̤te habe| nār̤ā dite giẏe tomāẏ nar̤te habe|| nīche base āchhis ke re, kām̐dis ken? lajjā-ḍore āpnāke re bām̐dhis ken| dhanī ye tui duḥkhadhne sei kathāṭi rākhis mane-- dhulār 'pare sbarg tomāẏ gar̤te habe-- binā astr, binā sahāẏ, lar̤te habe||