শুধু তোমার কারনে
শূন্য নিথর এই হৃদয় আমার
শুধু তোমার কারনে
সাজানো জীবনে শুরু হল হাহাকার
জেগে থাকা চাঁদ আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবণ তোলেছে তোফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু ।
কখনো ভাবিনী তুমি এতটা কাদাঁবে
এতটাই হয়ে যাবে পর
নিপুন অভিনয়ে নিজেরি হাতে
ভেঙ্গেছো এই অন্তর
তবু তোমাকে ভুলে যাওয়া হয়না আমার ।
এখনো বুঝিনী তুমি কিসের আশায়
বদলে গেলে এতটাই
কষ্টের সব টুকু আমাকে দিয়ে
কি সুখ খুজেছো বিথায়
তবু তোমার কথাই
মনে পড়ে বারে বার
জেগে থাকা চাদঁ আর ওই রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন তোলেছে তোফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু ।