Title (Indic)যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে WorkOshomapto LanguageBengali Credits Role Artist Performer Aurthohin LyricsBengaliযদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আকশে তারা হয়ে দেব তোমায় আলো যখন চারিদিক অমাবস্যায় কালো যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কোন এক সকালে কোন দূরদেশে তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে Englishyadi kon din haṭhāt kare par̤e mane āmār lekhā gānguli yā chhil tomāẏ jany yadi bhuler baśhe śhunte ichchhe kare āmār gāoẏā gānguli yā chhil tomāẏ niẏe nijhum rāte yakhan pṛthibī ghumiẏe tumi maner bhetar śhuno gān chupṭi kare keu jānbe nā ye ghumant śhahre tumi bhābchho base āmār kathā pratiṭi mūrhute ākśhe tārā haẏe deb tomāẏ ālo yakhan chāridik amābasyāẏ kālo yadi maner duchokh beẏe āse chokher jal muchhe deb śhudhu smṛti haẏe maner kaṣhṭ sab nijhum rāte yakhan pṛthibī ghumiẏe tumi maner bhetar śhuno gān chupṭi kare kon ek sakāle kon dūrdeśhe tumi dekhbe āmār pāẏer chihn ai śhubhr tuṣhāre āsbo phire tomār kāchhe chokher ai jal muchhe dite nijhum rāte yakhan pṛthibī ghumiẏe tumi maner bhetar śhuno gān chupṭi kare keu jānbe nā ye ghumant śhahre tumi bhābchho base āmār kathā pratiṭi mūrhute āsbo phire tomār kāchhe chokher ai jal muchhe dite āsbo phire tomār kāchhe chokher ai jal muchhe dite āsbo phire tomār kāchhe chokher ai jal muchhe dite