কল্পনাতে আমার বসত কল্পনাতেই বাড়ি
কল্পনাতে ভালোবাসা কল্পনাতেই আড়ি
কল্পনাতে গানের মেলা কল্পনাতেই সুর
কল্পনাতে তোমার সাথে চলে যাওয়া বহুদূর
কল্পনাকে সাথী করে পথ যখন চলি
তোমার কথা ভেবে ভেবে হারাই চেনা গলি
কল্পনাতেই কল্পনাতেই
কল্পনাতে তোমায় গড়ি কল্পনাতে জরাই
কল্পনাতে তোমায় খুজে কল্পনাতেই হারাই
কল্পনাতে ব্যাকুলতা কল্পনাতেই পাওয়া
কল্পনাতে হাতড়ে মরে দূরে দূরে সরে যাওয়া
কল্পনাতে হাতড়ে মরি তোমার ভালোবাসা
কল্পনাতে তোমার কাছে ফিরে ফিরে আসা
কল্পনাতেই কল্পনাতেই
কল্পনাতেই কল্পনাতেই
কল্পনাতেই কল্পনাতেই