কোন কারণেই, কোন কারণেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলে কিছুতে,
কোন বাঁধনেই, কোন বাঁধনেই বাঁধাতো গেলোনা তাকে
বাঁধাতো গেলোনা কিছুতে,
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষে।
কি কারণ যায়নি সে বলে
কি ভূল আমি, করেছি ভূলে
অজস্র বার আমি ক্ষ্মা চেয়েছি নিজে জ্বলে।
কি কারণ যায়নি সে বলে।
নিজ সীমাধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা,
বিষন্নতার, বন্ধু যখন চেতনাতে
নিজ সীমাধারে পথ চলা।
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষে।