You are here

Asha Chilo Valobasha Chilo

Work
Language
Credits
Role Artist
Performer Kishore Kumar

Lyrics

Bengali

আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।
আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

English

āśhā chhil bhālobāsā chhil
āj āśhā nei, bhālobāsā nei||
ei sei kṛṣhṇachūr̤ā
yār tale dām̐r̤iẏe
chokhe chokh hāte hāt
kathā yet hāriẏe
āj ekhāne āmār āśhār samādhi
byathā jānābār bhāṣhā nei
āśhā nei, bhālobāsā nei||
āj tumi katdūre
muchhe gechh marṇe
nei kāchhe tabu āchh
byathā bharā smarṇe
phire chale yāẏ
ye samaẏ hāẏ ekbār
tār yāoẏā āchhe āśhā nei
āj āśhā nei, bhālobāsā nei||

Lyrics search