এই যে আকাশ আর এই যে মাটি
সবি যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তার
গায়গো তোমারি জয়গান
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
বিপদে আপদে তাই দলে দলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুখীর দুখ
হাসিমুখে জানি তুমি করে দাও ত্রাণ
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
শপথের জল নিয়ে চলেছি যে তাই,
তোমার মাথায়টাতে ছড়া’তে যে চাই(২)
আসুক যতই কেন প্রলয় বাঁধা
মেটাও মনের আশা ওগো ভগবান
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
তুমি শেখালেনা পিতা স্বর্গ
পিতার কারনে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এ’তো নিবেদন
বিফল করোনা ওগো করুনা নিদান
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আসন জানি সবার উপর
বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ,
আমার মানত শুধু একটি জীবন(২)
কত পাপী কত তাপী হল উদ্ধার
বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ
এই যে আকাশ আর এই যে মাটি
সবি যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তার
গায়গো তোমারি জয়গান
প্রণাম তোমায় হে তারেকশ্বর,
তোমার আসন জানি সবার উপর(২)
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আমার হে তারেকশ্বর
প্রণাম তোমায় হে তারেকশ্বর(২)