You are here

Chaamd maamaa

Title (Indic)
চাঁদ মামা
Work
Year
Language
Credits
Role Artist
Music Ayub Bachchu
Performer Elaaarbi
Writer Latiphul islaam shiblee

Lyrics

Bengali

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই
চাদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই
শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা।।
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা।।

নিজের ছায়া নিজের কাছে
কেমন যেন অচেনা লাগে
ছায়া যেনো অন্য মানুষ
চলে শুধু আমার আগে
শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা।।
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা।।

পথে আমায় কেউ চেনে না
অনেক লোকের অনেক ভীড়ে
আমার আশা কেদে মরে
অবহেলায় স্বপ্ন ভেঙ্গে
শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা।।
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা।।

English

madhy rāte māthār upar
chām̐d ṭāke ekā pāi
chād chhār̤ā ye āmār ār
any kono māmā nāi
śhukatli kṣhaẏe gechhe
chhir̤e gechhe jāmā
ekṭā chākri habe chām̐d māmā||
o chām̐d māmā ekṭā chākri habe māmā||

nijer chhāẏā nijer kāchhe
keman yen achenā lāge
chhāẏā yeno any mānuṣh
chale śhudhu āmār āge
śhukatli kṣhaẏe gechhe
chhir̤e gechhe jāmā
ekṭā chākri habe chām̐d māmā||
o chām̐d māmā ekṭā chākri habe māmā||

pathe āmāẏ keu chene nā
anek loker anek bhīr̤e
āmār āśhā kede mare
abahelāẏ sbapn bheṅge
śhukatli kṣhaẏe gechhe
chhir̤e gechhe jāmā
ekṭā chākri habe chām̐d māmā||
o chām̐d māmā ekṭā chākri habe māmā||

Lyrics search