Title (Indic)তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ Work(N/A) Year1968 LanguageBengali Credits Role Artist Performer Nisheeth saadhu Writer Rajaneekaant sen LyricsBengaliতোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব। তোমারি দু’নয়নে তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা তোমারি হা হা রব।। তোমারি দেওয়া বিধি তোমারি কেড়ে নেওয়া, তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া, তোমারি নিরজনে ভাবনা আনমনে, তোমারি সান্ত্বনা শীতল সৌরভ।। আমিও তোমারি গো তোমারি সকলি ত’ জানিয়ে জানেনা এ মোহ হত চিত। আমারি বলে কেন ভ্রান্তি হলে হেন? ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব।। তাল:তেওড়া Englishtomāri deoẏā prāṇe tomāri deoẏā dukh, tomāri deoẏā buke tomāri anubhab| tomāri du’naẏane tomāri śhokbāri, tomāri byākultā tomāri hā hā rab|| tomāri deoẏā bidhi tomāri ker̤e neoẏā, tomāri śhaṅkit ākul path chāoẏā, tomāri nirajne bhābnā ānamne, tomāri sāntbanā śhītal saurabh|| āmio tomāri go tomāri sakli ta’ jāniẏe jānenā e moh hat chit| āmāri bale ken bhrānti hale hen? bhāṅo e ahmikā mithyā gaurab|| tāl:teor̤ā