You are here

Kabe tumi andh aashaay

Title (Indic)
কবে তুমি অন্ধ আশায়
Work
Language
Credits
Role Artist
Performer Juyel

Lyrics

Bengali

কবে তুমি অন্ধ আশায়
জ্বেলে প্রদীপ রাতের বেলায়,
আমাকে যে ডেকেছিলে
শুনেছি তা আমি!
কেন যে এই আমাকে
রেখেছো তোমার মনে,
জানিনা আমি।

আয়নার ঐ বুকেতে
যে দু’চোখ আছে তাকিয়ে,
সে চোখের কাজল ধুয়ে যে
ঝরে যায় কপোল বেয়ে!
আমারই স্মৃতি আছে পড়ে
উদাসী পথের ধারে।

জানালার ঐ ওপাড়ে
একরাশ কুয়াশা ঝরে,
হৃদয়ের সেতার ছিঁড়ে যে
বেদনার কি সুর বাজে!
তবু জেনো আমি আছি আজো
তোমারই স্বর্ণদ্বারে।

English

kabe tumi andh āśhāẏ
jbele pradīp rāter belāẏ,
āmāke ye ḍekechhile
śhunechhi tā āmi!
ken ye ei āmāke
rekhechho tomār mane,
jāninā āmi|

āẏanār ai bukete
ye du’chokh āchhe tākiẏe,
se chokher kājal dhuẏe ye
jhare yāẏ kapol beẏe!
āmāra̮i smṛti āchhe par̤e
udāsī pather dhāre|

jānālār ai opār̤e
ekrāśh kuẏāśhā jhare,
hṛdaẏer setār chhim̐r̤e ye
bednār ki sur bāje!
tabu jeno āmi āchhi ājo
tomāra̮i sbarṇadbāre|

Lyrics search