Title (Indic)স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি Work(N/A) Year1964 LanguageBengali Credits Role Artist Performer Maanabendr Mukherjee Writer Rajaneekaant sen LyricsBengaliস্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি রেখেছি স্বপনে ঢাকিয়া, স্বপনে তাহারি মু’খানি নিরখি’, স্বপন কুহেলি মাখিয়া।। তারে বরমালা দিনু স্বপনে* হল হৃদি বিনিময় গোপনে স্বপনে দু’জনে প্রেম আলাপনে যাপি সারা নিশি জাগিয়া।। করি স্বপ্নে মিলন সুখ গান করি স্বপ্নে প্রণয় অভিমান, হয় স্বপ্নে প্রেম কলহ, যায় গো, স্বপনেরি সনে ভাঙিয়া। যা কিছু আমার দিতে পারি সব সুখ স্বপনেরি লাগিয়া।। *পাঠান্তর- ‘(তা’রে) বরমালা দিনু স্বপনে’ তাল: দাদ্রা্ Englishsbapne tāhāre kur̤āẏe peẏechhi rekhechhi sbapne ḍhākiẏā, sbapne tāhāri mu’khāni nirkhi’, sbapan kuheli mākhiẏā|| tāre barmālā dinu sbapne* hal hṛdi binimaẏ gopne sbapne du’jane prem ālāpne yāpi sārā niśhi jāgiẏā|| kari sbapne milan sukh gān kari sbapne praṇaẏ abhimān, haẏ sbapne prem kalah, yāẏ go, sbapneri sane bhāṅiẏā| yā kichhu āmār dite pāri sab sukh sbapneri lāgiẏā|| *pāṭhāntar- ‘(tā’re) barmālā dinu sbapne’ tāl: dādrā্