Title (Indic)চাঁদের হাসির বাঁধ ভেঙেছে Work(N/A) Year1929 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Indraneel sen and indraanee sen Writer Rabindranath Tagore LyricsBengaliচাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো।। পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো।। নীল গগণের ললাটখানি চন্দনে আজ মাখা বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী ছড়াও কী এ। ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো।। Englishchām̐der hāsir bām̐dh bheṅechhe, uchhle par̤e ālo| o rajanīgandhā, tomār gandhasudhā ḍhālo|| pāgal hāoẏā bujhte nāre ḍāk par̤echhe kothāẏ tāre phuler bane yār pāśhe yāẏ tārei lāge bhālo|| nīl gagṇer lalāṭkhāni chandane āj mākhā bāṇībner haṁsamithun melechhe āj pākhā| pārijāter keśhar niẏe dharāẏ, śhaśhī chhar̤āo kī e| indrapurīr kon ramṇī bāsarapradīp jbālo||