Title (Indic)হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে WorkKokhono Megh Year1968 LanguageBengali Credits Role Artist Performer Aarti Mukherjee LyricsBengaliহারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা ভুলেছি ভবিষ্যত।। হৃদয়ে কার যেন সন্ধানে খুঁজেছে দুটি চোখে সবখানে। সে চোখে যত আলো যত আশা ভালোবাসা খুলবে এ বন্ধ মনের জগত।। অন্ধকারে তাকে যায় চেনা শূণ্য হাতে সে আসবে না। ভাবি এ চলা কবে শেষ হবে আলোয় ফেরা সে উৎসবে। জীবনে যত কিছু দূর থেকে দেখে দেখে পাইনি তো মূল্য দেবার মূলরত।। Englishhāriẏe yete yete ajānā saṁkete chhār̤iẏe gechhi sei path kakhno meghe ḍhākā, kakhno ālo mākhā bhulechhi bhabiṣhyat|| hṛdaẏe kār yen sandhāne khum̐jechhe duṭi chokhe sabkhāne| se chokhe yat ālo yat āśhā bhālobāsā khulbe e bandh maner jagat|| andhakāre tāke yāẏ chenā śhūṇy hāte se āsbe nā| bhābi e chalā kabe śheṣh habe āloẏ pherā se utsabe| jībne yat kichhu dūr theke dekhe dekhe pāini to mūly debār mūlrat||