You are here

Ek palker ektu dekhaa

Title (Indic)
এক পলকের একটু দেখা
Work
Year
Language
Credits
Role Artist
Performer Kishore Kumar

Lyrics

Bengali

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কী
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কী
আহা আ… ও গো……

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালই লাগে সারা দিতে।

স্বপ্ন হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে, ক্ষতি কী।।

হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভাল হয়।

এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে।
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে, ক্ষতি কী।।

English

ek palker ekṭu dekhā
āro ekṭu beśhī hale kṣhati kī
yadi kāṭei prahar pāśhe base
maner duṭo kathā bale kṣhati kī
āhā ā… o go……

miṣhṭi hāsir duṣhṭumite
bhāla̮i lāge sārā dite|

sbapn hṛdaẏ bhariẏe niẏe
dinguli sab yāk nā chale, kṣhati kī||

haloi yakhan pathe yete haṭhāt parichaẏ
ebār ār̤ālṭuku sare gele haẏ go bhāl haẏ|

er̤iẏe yāoẏār chhalnāte
deẏ se dharā iśhārāte, śhudhu iśhārāte|
kichhu pāoẏār chañchalatāẏ
yadi āmār hṛdaẏ dole, kṣhati kī||

Lyrics search