Title (Indic)ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায় Work(N/A) Year1965 LanguageBengali Credits Role Artist Music Sateenaath Mukherjee Performer Utpalaa sen Writer Pulak Banerjee LyricsBengaliঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায় গুন্ গুন্ ভ্রমরা যে ফুলেদের গান শোনায় ‘তুমি আমার, ওগো আমি তোমার’।। সোনাঝরা দিনে দেখিনি তো আগে আকাশের নীলে রামধনু জাগে মনময়ূরী ছড়ালো কোন্ মাধুরী সাথীরে কাছে পেয়ে তার।। ঝিরিঝিরি ঝরনা যেমন দূরে ওই পাহাড়ে সাগরের স্বপ্ন নিয়ে বয়ে যায় আহা রে। জীবনে তেমনই সবই যেন পেয়ে মিলন তরণী সেথা চলে বেয়ে অন্তরে যে আশা তার উঠল বেজে ছিল গান, কন্ঠে পাবে তার।। Englishjhumakoltār bane dol dol dakhināẏ gun gun bhramrā ye phuleder gān śhonāẏ ‘tumi āmār, ogo āmi tomār’|| sonājhrā dine dekhini to āge ākāśher nīle rāmadhnu jāge manamaẏūrī chhar̤ālo kon mādhurī sāthīre kāchhe peẏe tār|| jhirijhiri jharnā yeman dūre oi pāhār̤e sāgrer sbapn niẏe baẏe yāẏ āhā re| jībne temana̮i saba̮i yen peẏe milan tarṇī sethā chale beẏe antare ye āśhā tār uṭhal beje chhil gān, kanṭhe pābe tār||