Title (Indic)কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন WorkAamaader galp Year2012 LanguageBengali Credits Role Artist Performer Tarun LyricsBengaliকিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এ মন। কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি। খুঁজবো না আমি, খুঁজবেনা মন, খুঁজবেনা এই চারপাশ কখনো রঙিন, কখনো ধূসর, কখনো নীল আকাশ। জেনেছি আমি, জেনেছে এ মন, জেনেছে এ চারপাশ যাবেনা ফিরানো তবু ফিরানোর, মিলছে আশ্বাস। অনেক আড্ডায়, অনেক হাঁসিতে, হয়না খোঁজা সেই মুখ হারানোর বেদনায় পিছু ফেলে সমসাময়িক সুখ। অনেক একায় অনেক ভীড়ে তোকেই খুঁজে ফিরি একটু দাঁড়া আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এ মন। কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি। Englishkichhu kichhu nāmbār theke ār āsbenā kon phon kichhu kichhu esaemaes par̤e ār hāsbe nā e man| kon kon ṭhikānāẏ likhbonā ār kon chiṭhi kon kon galite karbe nā man hāṭā hām̐ṭi| khum̐jbo nā āmi, khum̐jbenā man, khum̐jbenā ei chārpāśh kakhno raṅin, kakhno dhūsar, kakhno nīl ākāśh| jenechhi āmi, jenechhe e man, jenechhe e chārpāśh yābenā phirāno tabu phirānor, milchhe āśhbās| anek āḍḍāẏ, anek hām̐site, haẏanā khom̐jā sei mukh hārānor bedanāẏ pichhu phele samasāmaẏik sukh| anek ekāẏ anek bhīr̤e tokei khum̐je phiri ekṭu dām̐r̤ā āschhi āmi, nā haẏ hachchhe ekṭu deri| kichhu kichhu nāmbār theke ār āsbenā kon phon kichhu kichhu esaemaes par̤e ār hāsbe nā e man| kon kon ṭhikānāẏ likhbonā ār kon chiṭhi kon kon galite karbe nā man hāṭā hām̐ṭi|