Title (Indic)আমার এই পথ চাওয়াতেই আনন্দ Work(N/A) Year1995 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Shreekaant Acharya Writer Rabindranath Tagore LyricsBengaliআমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা। ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। Englishāmār ei path chāoẏātei ānand khele yāẏ raudr chhāẏā, barṣhā āse basant| kārā ei samukh diẏe āse yāẏ khabar niẏe khuśhi ra̮i āpan mane- bātās bahe sumand| sārādin ām̐khi mele duẏāre rab ekā śhubhkhan haṭhāt ele takhni pāb dekhā| tatkhan kṣhaṇe kṣhaṇe hāsi gāi āpan-mane tatkhan rahi rahi bhese āse sugandh| āmār ei path chāoẏātei ānand khele yāẏ raudr chhāẏā, barṣhā āse basant|