অনুপ্রান আমি তোমার তরে
নিশ্বব্দ আমি তোমার হয়ে
রাঙ্গাবো রঙ্গিন তুলির আকন
তোমার স্মৃতি রঙ দিয়ে
হৃদ আধে ভাবি তোমার স্মৃতি
নীল কন্ঠে গাই তোমারই গান
নীলিমায় ভাসে তোমার কির্তি
জীবন ছবির কাব্য হয়ে
নিশ্বব্দ একা হয়ে আছি
অথই পারে হারিয়ে তোমায়
নির্বাক প্রান শুধু আমার
স্মৃতির রঙ দিয়ে এঁকে যাই যে ছবি
অনুপ্রান
অশ্রুশিক্ত আলোর মাঝে
নিরব হৃদয় তোমায় ভাবে
অলস সময় ঘিরে আমায়
তোমার স্মৃতির রঙ নিয়ে
ভাবছো কি আজ ও আমার এ গান
তোমার নীল আ আমার কির্তি
জল কি আজও আলো হয়ে
নির্বিগ্ন আমি তোমার তারনে
অদৃশ্য তোমায় হারিয়ে বির্বাক এই জীবনে আমার
তোমার অতিত সাদ নিয়ে
কত রাত আমি কেদেছি
খুজেছি তোমার ছবি
এলোমেলো হাওয়া এ উড়াই আমি
তোমার অজানা ঘুরি