Title (Indic)এক জীবনে এত প্রেম পাবো কোথায় WorkNilambori LanguageBengali Credits Role Artist Performer Shahid Performer Subhamita LyricsBengaliতুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়, যদি তুমি দুরে কখনো যাও চলে শুধু মরন হবে আর কিছু নয় । তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমারি পরশে ভালোবাসা হায় আসে মনের ই আঙ্গিনায়, নয়ন ভরে দেখি তোমায় তবুও বুঝি দেখার শেষ নাই। তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে দু’জনে একসাথে ভেসে যাই, ভেসে ভেসে ভালোবেসে সারাটা জীবন থাকতে চাই । তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় Englishtumi āmi kāchhākāchhi āchhi bale e jīban haẏechhe madhumaẏ, yadi tumi dure kakhno yāo chale śhudhu maran habe ār kichhu naẏ | tomāẏ chher̤e bahudure yāb kothāẏ ek jībne et prem pāb kothāẏ tomāri parśhe bhālobāsā hāẏ āse maner i āṅgināẏ, naẏan bhare dekhi tomāẏ tabuo bujhi dekhār śheṣh nāi| tomāẏ chher̤e bahudure yāb kothāẏ ek jībne et prem pāb kothāẏ sukher sāgre ḍheuẏe ḍheuẏe du’jane eksāthe bhese yāi, bhese bhese bhālobese sārāṭā jīban thākte chāi | tomāẏ chher̤e bahudure yāb kothāẏ ek jībne et prem pāb kothāẏ