Title (Indic)আরও কিছুক্ষণ কি রবে বন্ধু WorkNeerabtaa LanguageBengali Credits Role Artist Performer Jemas LyricsBengaliআরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে ।। বলবে কি শুধু ভালোবাসি তোমায় বলবে কি শুধু তুমি যে আমার মুছে ফেলে সব জড়তা ।। আরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে। কাজলো সে চোখের অতল গভীরে হারিয়ে যে আমি একাকার মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন দিয়েছে যে আমায় পরপার বলবে কি শুধু ভালোবাসি তোমায় বলবে কি শুধু তুমি যে আমার মুছে ফেলে সব জড়তা ।। আরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে ।। সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল তুমি যেন তার ঠিকানা জীবনেরই পথে একে যাই যার ছবি তুমি যেন তার উপমা বলবে কি শুধু ভালোবাসি তোমায় বলবে কি শুধু তুমি যে আমার মুছে ফেলে সব জড়তা ।। আরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে ।। বলবে কি শুধু ভালোবাসি তোমায় বলবে কি শুধু তুমি যে আমার মুছে ফেলে সব জড়তা ।। আরও কিছুক্ষণ কি রবে বন্ধু আরও কিছু কথা কি হবে……… Englishārao kichhukṣhaṇ ki rabe bandhu ārao kichhu kathā ki habe || balbe ki śhudhu bhālobāsi tomāẏ balbe ki śhudhu tumi ye āmār muchhe phele sab jar̤tā || ārao kichhukṣhaṇ ki rabe bandhu ārao kichhu kathā ki habe| kājlo se chokher atal gabhīre hāriẏe ye āmi ekākār miṣhṭi se sure rinijhini kām̐kan diẏechhe ye āmāẏ parpār balbe ki śhudhu bhālobāsi tomāẏ balbe ki śhudhu tumi ye āmār muchhe phele sab jar̤tā || ārao kichhukṣhaṇ ki rabe bandhu ārao kichhu kathā ki habe || sāgarera̮i buke ur̤e yāẏ gāṁchil tumi yen tār ṭhikānā jībanera̮i pathe eke yāi yār chhabi tumi yen tār upmā balbe ki śhudhu bhālobāsi tomāẏ balbe ki śhudhu tumi ye āmār muchhe phele sab jar̤tā || ārao kichhukṣhaṇ ki rabe bandhu ārao kichhu kathā ki habe || balbe ki śhudhu bhālobāsi tomāẏ balbe ki śhudhu tumi ye āmār muchhe phele sab jar̤tā || ārao kichhukṣhaṇ ki rabe bandhu ārao kichhu kathā ki habe………