Title (Indic)আলগা কর গো খোঁপার বাঁধন WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআলগা কর গো খোঁপার বাঁধন দিল ওহি মেরা ফঁস্ গয়ি। বিনোদ বেণীর জরীন ফিতায় আন্ধা এশ্ক্ মেরা কস্ গয়ি।। তোমার কেশের গন্ধ কখন, লুকায়ে আসিল লোভী আমার মন বেহুঁশ হো কর্ গির্ পড়ি হাথ মে বাজু বন্দ মে বস্ গয়ি।। কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া, আঁখ্, ফিরা দিয়া চোরী কর্ নিদিয়া, দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া আউর নেহিঁ উয়ো ওয়াপস্ গয়ি।। Englishālgā kar go khom̐pār bām̐dhan dil ohi merā pham̐s gaẏi| binod beṇīr jarīn phitāẏ āndhā eśhk merā kas gaẏi|| tomār keśher gandh kakhan, lukāẏe āsil lobhī āmār man behum̐śh ho kar gir par̤i hāth me bāju band me bas gaẏi|| kāner dule prāṇ rākhile bim̐dhiẏā, ām̐kh, phirā diẏā chorī kar nidiẏā, deher deur̤ite ber̤āte āsiẏā āur nehim̐ uẏo oẏāpas gaẏi||