Title (Indic)আকাশে ভোরের তারা মুখ পানে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে,পা'র কাছে। দেবতা গো,জাগো জাগো জাগো।। আঁধার-ঘোমটা খুলি শতদল আঁখি তুলি' পৃথিবী প্রসাদ যাচে দেবতা গো,জাগো।। কপোত-কণ্ঠে শোন তব বন্দনা বাজে তোমারে হেরিতে ঊষা দাঁড়ায় বধূর সাজে। দেবতা,তোমার লাগি'আজি আছি নিশি জাগি’' ভীরু এ মনের কলি হের,দল মেলিয়াছে। দেবতা গো,জাগো।। Englishākāśhe bhorer tārā mukh pāne cheẏe āchhe jharā-phul añjali par̤e āchhe,pā'ra kāchhe| debtā go,jāgo jāgo jāgo|| ām̐dhār-ghomṭā khuli śhatdal ām̐khi tuli' pṛthibī prasād yāche debtā go,jāgo|| kapot-kaṇṭhe śhon tab bandanā bāje tomāre herite ūṣhā dām̐r̤āẏ badhūr sāje| debtā,tomār lāgi'āji āchhi niśhi jāgi’' bhīru e maner kali her,dal meliẏāchhe| debtā go,jāgo||