Title (Indic)আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম।। সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে চখার তরে যথা একা চখি কেঁদে মরে সেথা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম।। তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে, (ওগো) আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে, আকুল পাথার নিরাশার পারায়ে এসো প্রাণে মম।। Englishāj niśhīthe abhisār tomāri pathe priẏatam| baner pāre nirālāẏ dio he dekhā nirupam|| sudūr nadīr dhāre nirālāte bāluchre chakhār tare yathā ekā chakhi kem̐de mare sethā sahsā āsio gopan priẏ sbapan sam|| tomāri āśhāẏ ghuri śhat grahe śhat loke, (ogo) āmāri birah jāge birhī chām̐der chokhe, ākul pāthār nirāśhār pārāẏe eso prāṇe mam||