Title (Indic)আহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন। (আহা)আহাদ সেথা বিরাজ করেন হেরে গুণীজন।। যে চিন্তে পারে রয় না ঘরে হয় সে উদাসী, সে সকল ত্যজে ভজে শুধু নবীজীর চরণ।। ঐ রূপ দেখে পাগল হ’ল মনসুর হল্লাজ, সে ‘আনল্ হক্’ ‘আনল্ হক্’ ব’লে ত্যজিল জীবন।। তুই খোদ্কে যদি চিন্তে পারিস্ চিন্বি খোদাকে, তুই দেখ্রে তাই তোরই চোখে সেই নূরী রওশন।। Englishāhmader ai mimer pardā uṭhiẏe dekh man| (āhā)āhād sethā birāj karen here guṇījan|| ye chinte pāre raẏ nā ghare haẏ se udāsī, se sakal tyaje bhaje śhudhu nabījīr charaṇ|| ai rūp dekhe pāgal ha’la mansur hallāj, se ‘ānal hak’ ‘ānal hak’ ba’le tyajil jīban|| tui khodke yadi chinte pāris chinbi khodāke, tui dekhre tāi tora̮i chokhe sei nūrī raośhan||