You are here

Pratichchhabi

Title (Indic)
প্রতিচ্ছবি
Work
Language
Credits
Role Artist
Performer Ark

Lyrics

Bengali

মুখটা তুলে আকাশটাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে উঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে
ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি
রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ

English

mukhṭā tule ākāśhṭāke dekh ārekbār
tomār sāthe āchhi āmi ye chirkāl
jochhnār ālo yakhan tomār gāẏe par̤e
āmi takhan thāki tomāra̮i pāśhe pāśhe
manṭā khārāp kare yakhan tumi ekā thāko
bhebo āmi śhonāi tomāẏ majār kon galp
chokher pāni muchhe phele bhebo ekaṭukṣhan
tomār māthāẏ hātṭā bulāi yakhan takhan
rāter ākāśh bharā tārā
haẏatobā chale yābe
thākbo haẏe āmi śhuktārā
śhīter sakāl gāchher pātā
haẏatobā jhar̤e yābe
thākbo haẏe āmi nīl ākāśh
dupur belāẏ kabitār ba̮iṭā par̤te base
chokher dṛṣhṭi yakhan tomār jhāpsā haẏe uṭhe
bhebo āmi pāśhei āchhi tomār pāne cheẏe
kabitāṭāẏ sur basāchchhi gāner mat kare
bhorer āloẏ pākhir ḍāke ghumṭā bhāṅe yakhan
bāgānṭāte hām̐ṭār samaẏ āmāẏ bhebo takhan
ghāser mājhe śhiśhir kanāẏ tākiẏe dekho tumi
āchhe sethāẏ tomār sāthe āmār pratichchhabi
rāter ākāśh bharā tārā
haẏatobā chale yābe
thākbo haẏe āmi śhuktārā
śhīter sakāl gāchher pātā
haẏatobā jhar̤e yābe
thākbo āmi haẏe nīl ākāśh
nīl ākāśh

Lyrics search