আমি বাংলাদেশের বাঙ্গালী
বিদেশ আইসা কাঙ্গালি
অন্তরে দুঃখের সীমা নেই
আমি বাংলাদেশের বাঙ্গালী
কর্ম দোষে কাঙ্গালি
অন্তরে দুঃখের সীমা নেই ||
মা বাপ থুইয়া আইসিরে
ভাইবোন আইসিরে ভাবের দেশ ছাড়ছি রে
বও পোলাপাইন ক্যাম্নে আছে হ্যাঁয় ||
জমি বেইচা আয়সীরে
ধার কইরা আয়সীরে
দালাল ধৈরা আয়সীরে
চিন্তা করলে কৈলজা শুঁকিয়া যায় ||