বলনা কি এমন হয়?
যদি আর একটু চায় হৃদয়।
বলনা কি এমন হয়?
যদি হই আমি স্বপ্নময়।
নাহয় পেলাম সে স্বপ্নকে
তোর দু-চোখের নীল তারায়।
নাহয় পেলাম সে সুখ ছোঁয়া
হিম বাতাসের আশকারায়।
বলনা কি করি হায়?
যদি স্বপ্নরাই তোকে চায়।
বলনা কি করা যায়?
যদি আনমনেই মন হারায়।
ঘুম জাগা চিলেকোঠায়,
মন ভেজা অমানিশায়,
মান করে, কখনও ভান করে
তোকে আপন করে হারাতে চায়।
স্বপ্নরা উড়ে পালায়,
আনকোরা খেয়ালে হায়,
দূর থেকে, হৃদয় পুর থেকে
অচেনা সুর থেকে কি করে পাই?
মন চাইছে ভীষণ,
হারাতে………
তোর মন নজরে আড়াতে,
নাহয় থাক পড়ে খেয়ালে,
অভিমান গুলো গোপনে।
নাহয় পুরনো আশারা
আজ ছোট্ট এই জীবনে।
বলনা কি হবে তাই?
যদি আর একটু কাছে পাই।
বলনা কি হবে তাই?
যদি দূর থেকেই হাত বাড়াই।
হুম… স্বপ্নরা কেন আজ ঘড় ছাড়া?
হুম… তুই হীনা কেন দিন আনমনা?
নাহয় কাটালি এক জীবন,
কিছু ছন্নছাড়া ঢঙে,
নাহয় রাঙ্গালি স্বপ্ন তোর,
ওই রংধনুর সাত রঙে।
বলনা কি আসে যায়?
যদি আর একটু পাশে পাই।
বলনা কি ক্ষতি হয়?
যদি একটু বুঝিস আমায়।