Title (Indic)তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে Work(N/A) Year2012 LanguageBengali Credits Role Artist Music Kabeer suman Performer Kabeer suman Writer Kabeer suman LyricsBengaliশাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে তাঁকে ভাবলেই কাহিনীরা ভীড় করে কাহিনীর পর কাহিনীর সে কি জেদ দেখিয়ে দিলেন হুমায়ূন আহমেদ। ছোট থেকে বড় পাঠকের সংখ্যা কত? চরিত্রগুলো তাঁর পাঠকের মতো ধরা ছোঁওয়া যায়, চেনা যায় আয়নায় আরও বলো আরও গল্পের বায়নায়। চলেছে বাক্য তাঁরই কলম ধরে সহজ কথার গল্প সঙ্গে করে সঙ্গী হয়েছি গল্পের সড়কেই স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকেই। এ দুনিয়া ছেড়ে অন্য কোথায় যাওয়া সেখানে নতুন কোনো গল্প খুঁজে পাওয়া কারুর কারুর পরে না পূর্ণছেদ আবার লিখুন হুমায়ূন আহমেদ। শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে। Englishśhāon meghe ki kathār bṛṣhṭi jhare tām̐ke bhābalei kāhinīrā bhīr̤ kare kāhinīr par kāhinīr se ki jed dekhiẏe dilen humāẏūn āhmed| chhoṭ theke bar̤ pāṭhker saṁkhyā kat? charitragulo tām̐r pāṭhker mato dharā chhom̐oẏā yāẏ, chenā yāẏ āẏanāẏ ārao balo ārao galper bāẏanāẏ| chalechhe bāky tām̐ra̮i kalam dhare sahaj kathār galp saṅge kare saṅgī haẏechhi galper sar̤akei sbarg chhum̐ẏechhi nandit narakei| e duniẏā chher̤e any kothāẏ yāoẏā sekhāne natun kono galp khum̐je pāoẏā kārur kārur pare nā pūrṇachhed ābār likhun humāẏūn āhmed| śhāon meghe ki kathār bṛṣhṭi jhare tāke bhābalei kāhinīrā bhīr̤ kare|