৭১ এ স্বপ্ন দেখেছিল জনতা
সোনালী সোপানের বারতা
রাজা আসে রাজা যায়
আর দেখিয়ে দিয়ে যায়
যার যার ক্ষমতা
আমাদের দেশটা স্বপ্নপুরী
সু্যোগ পেলেই চুরি করি
লাল্ পরী নীল পরী নীল পরী লাল্ পরী
সবাই মিলে ভাগ করি
এখন থেকে এমন কথা
বলতে আমি ছাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে আজ বায়না
এখন থেকে এমন গান আর
গাইতে আমি চাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে বায়না
স্বাধীনতা করেছি পরাধীন হতে নয়
নিজের অস্তিত্ব তা নিজেকেই বুঝতে হয়
আধারের মাঝে ঘুম পাড়িয়ে রাখে আমজনতাকে
আবেগ দিয়ে আত্না দিয়ে খাওয়াও চামচাকে
দাস্বত্তের রক্ত বইছে কার ধমণীতে
নীলনকশা করা হয় কোন রজনীতে
লাল্ পরী নীল পরী নীল পরী লাল্ পরী
সবাই মিলে ভাগ করি
এখন থেকে এমন নকশা
দেখতে আর চাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে আজ বায়না
এখন থেকে এমন গান আর
গাইতে আমি চাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে বায়না
কাজী রোজীর কবিতা হতাশা আমি চাইনা
আরেক্ টি বীর বাঙ্গালী খুজে কেন আমি পাইনা
বারবার রাজপথ কেন রক্তসিক্ত হয়
৩০ লক্ষ প্রাণ দিলো এমন দেখতে নয়
লাল্ পরী নীল পরী নীল পরী লাল্ পরী
সবাই মিলে ভাগ করি
এখন থেকে রাজপথে রক্ত আর চাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে আজ বায়না
এখন থেকে এমন গান আর
গাইতে আমি চাইনা
অবুঝ এই মন ভীষন ভাবে
করেছে বায়না