বাংলা আমার সরসে ইলিশ চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছ কে ধুয়ে জিরের বাটায় দাও
বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে।।
বাংলা কাতলা মাছ এর মুড়য় মুগের ভাঁজা ডাল
বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল
কেউ খেলে আর দু’মুঠো চাল দাও হাড়িতে দাও
বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে।।
শীতের ভোরে বেওরা পুকুর টুসু গান এর সারি
নতুন চাল এর ভাপা পিঠে সুরু ছাঁকলি আহামরি
বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে।।
বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা
বাংলা কিশোর ভাই এর মাথায় ছোট্ট বোন এর ফোঁটা
বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও
বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে।।