Title (Indic)হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে Work(N/A) Year1996 LanguageBengali Credits Role Artist Music Jemas Performer Jemas LyricsBengaliবহুদিন ধরে আমি খুঁজছি যারে লালন মনটারে পালন করে দেখা হলো তার সাথে সব দিতে চাইলাম উজার করে….. হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে… একা একা কাঁদবে নিরবে নিরবে ওড়াবে ব্যথার ঘুরি অন্য আকাশে….. ণিঃশ্বাসের নীল ইচ্ছে গুলো কাঁদে অভিমানে… হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে…. বিশ্বাসের আদালতে আপীল করে পথ ভোলা মনটা ছিলো দূরে দূরে… আদালত এতদিনে রায় জানিয়েছে দেউলিয়া আমি….. হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে….. Englishbahudin dhare āmi khum̐jchhi yāre lālan manṭāre pālan kare dekhā halo tār sāthe sab dite chāilām ujār kare….. homāẏarār ṇiḥśhbās churi haẏe gechhe… ekā ekā kām̐dbe nirbe nirbe or̤ābe byathār ghuri any ākāśhe….. ṇiḥśhbāser nīl ichchhe gulo kām̐de abhimāne… homāẏarār ṇiḥśhbās churi haẏe gechhe…. biśhbāser ādālte āpīl kare path bholā manṭā chhilo dūre dūre… ādālat etdine rāẏ jāniẏechhe deuliẏā āmi….. homāẏarār ṇiḥśhbās churi haẏe gechhe…..