Title (Indic)সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য Work(N/A) Year1983 LanguageBengali Credits Role Artist Music Ahmed Imtiaz Bulbul Performer Sabina Yasmin Writer Ahmed Imtiaz Bulbul LyricsBengaliসুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য।। থাকবে নাতো দুঃখ দারিদ্র বিভেদ-বেদনা-ক্রন্দন।। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন।। তোমার জন্য হবো দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত।। Englishsundar subarṇ tāruny lābany apūrb rūpsī rūpete anany| āmār du’chokh bharā sbapn o deśh tomāra̮i jany|| thākbe nāto duḥkh dāridr bibhed-bednā-krandan|| pratiṭi ghare eka̮i praśhānti eka̮i sukher spandan|| tomār jany habo durant tomār jany śhānt prahrī haẏe deb pāhārā yethāẏ tomār sīmānt||