Title (Indic)তুমি নির্জন উপকূলে নায়িকার মতো Work(N/A) Year1971 LanguageBengali Credits Role Artist Performer Pintu Bhattacharya LyricsBengaliতুমি নির্জন উপকূলে নায়িকার মতো পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে ঢেকে মিষ্টি দু’চোখ হলে লজ্জানত।। সাগরের পার থেকে নাম-না-জানা পাখির সুরে আহা হৃদয় জুড়ে একটু একটু খুশি পদ্মপাতার মতো স্বপ্নে রত।। যেমন ওপার থেকে সাগরের রূপ চেনা যায় না, তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না | তোমার বুকের গান মুগ্ধ হয়ে ঘেরে কণ্ঠটিরে আহা সাগর তীরে—– একটু একটু খুশি তোমার ফাগুন হয়ে ছন্দে রত || Englishtumi nirjan upkūle nāẏikār mato path chalte giẏe, kichhu balte giẏe ḍheke miṣhṭi du’chokh hale lajjānat|| sāgrer pār theke nām-nā-jānā pākhir sure āhā hṛdaẏ jur̤e ekṭu ekṭu khuśhi padmapātār mato sbapne rat|| yeman opār theke sāgrer rūp chenā yāẏ nā, temni dūrer haẏe tomār kāchher haoẏā yāẏ nā | tomār buker gān mugdh haẏe ghere kaṇṭhaṭire āhā sāgar tīre—– ekṭu ekṭu khuśhi tomār phāgun haẏe chhande rat ||