Title (Indic)আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি Work(N/A) Year1964 LanguageBengali Credits Role Artist Music Sateenaath Mukherjee Performer Sateenaath Mukherjee Writer Pulak Banerjee LyricsBengaliআজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই সে শুধু তুমি ওগো এতো কাছে আছ তাই জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে ফুলেরা কেন কে জানে এতো যে সুরভী ছড়ায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় Englishāj mane haẏ ei nirālāẏ sārādin chhander gān śhuni āmi ek sbapner jāl buni nijere hārāi surer māẏāẏ āj mane haẏ ei nirālāẏ bātāser ei ābeśhe chale yāi ajānā deśhe pākhirā yekhāne śhudhu marmer kākli śhonāẏ āj mane haẏ ei nirālāẏ sārādin chhander gān śhuni āmi ek sbapner jāl buni nijere hārāi surer māẏāẏ āj mane haẏ ei nirālāẏ ke yen bale go āmāẏ āj pṛthibīte nāi byathā nāi se śhudhu tumi ogo eto kāchhe āchh tāi jībner ei dolāte yen tāi hṛdaẏ māte phulerā ken ke jāne eto ye surbhī chhar̤āẏ āj mane haẏ ei nirālāẏ sārādin chhander gān śhuni āmi ek sbapner jāl buni nijere hārāi surer māẏāẏ āj mane haẏ ei nirālāẏ