Title (Indic)ভ্রমরা ফুলের বনে মধু নিতে Work(N/A) Year1959 LanguageBengali Credits Role Artist Music Shamol Mittra Performer Shamol Mittra Writer Shree shamkar LyricsBengaliভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা তুই যাসনে সেখানে রূপের জালে জড়ালে তো আসবে দুখের পালা তার যে জানে সে জানে, ভ্রমরা যাসনে সেখানে ঢল ঢল সোনার অঙ্গ রঙেতে দোলায় অঞ্জন ঐ আঁখি দুটি মনেরে ভোলায় সেই ফুলেরই আগুনেতে ছাই হবে তোর মালা সে জানে রূপের কানে, ভ্রমরা যাসনে সেখানে কালো কেশের বাহারে তার ঘন রাতের ছায়া অধরে হাসির ছোয়া নয়নতে মায়া। ফুলে ফুলে দেহখানি যত নেশা যায় চঞ্চল মন্দিরও দুটি চরণে বাজায় সেই নূপুর গুঞ্জন পর আরো উতলায় বুঝি ডাকা গানে গানে, যাসনে সেখানে।। Englishbhramrā phuler bane madhu nite anek kām̐ṭār jbālā tui yāsne sekhāne rūper jāle jar̤āle to āsbe dukher pālā tār ye jāne se jāne, bhramrā yāsne sekhāne ḍhal ḍhal sonār aṅg raṅete dolāẏ añjan ai ām̐khi duṭi manere bholāẏ sei phulera̮i āgunete chhāi habe tor mālā se jāne rūper kāne, bhramrā yāsne sekhāne kālo keśher bāhāre tār ghan rāter chhāẏā adhre hāsir chhoẏā naẏante māẏā| phule phule dehkhāni yat neśhā yāẏ chañchal mandirao duṭi charṇe bājāẏ sei nūpur guñjan par āro utalāẏ bujhi ḍākā gāne gāne, yāsne sekhāne||