Title (Indic)কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে Work(N/A) Year1957 LanguageBengali Credits Role Artist Music Sudheen daasagupt Performer Geetaa datt Writer Batkrshn de LyricsBengaliকৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে, খুন করেছ শূন্য তোমার গুন করেছ গানে। আমি শীতের রিক্ত সখার ব্যর্থ হাহাকারে, ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সম্ভারে, তোমার ছোঁয়া শীর্ণ ভালে স্বপ্ন-জীবন আনে।। তুমি আমার আলোর নেশা বিভোর ভোরময়, কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়। কৃষ্ণচূড়া চূড়ায় তোমার রক্ততিলক পরা, কনক ঝরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা, যে সুর তোমার প্রাণে আমার পঞ্চশর হানে।। Englishkṛṣhṇachūr̤ā āgun tumi āgun jharā bāne, khun karechh śhūny tomār gun karechh gāne| āmi śhīter rikt sakhār byarth hāhākāre, ḍāk diẏechhi tomāẏ nab śhyāmal sambhāre, tomār chhom̐ẏā śhīrṇ bhāle sbapn-jīban āne|| tumi āmār ālor neśhā bibhor bhoramaẏ, kṛṣhṇachūr̤ā tumi āmār premer parichaẏ| kṛṣhṇachūr̤ā chūr̤āẏ tomār raktatilak parā, kanak jharā yaubanera̮i tumi sbaẏambarā, ye sur tomār prāṇe āmār pañchaśhar hāne||