Title (Indic)পথের শেষ কোথায় Work(N/A) Year1933 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Indraanee sen Writer Rabindranath Tagore LyricsBengaliপথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে এত কামনা, এত সাধনা কোথায় মেশে। ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আঁধার, পার আছে গো পার আছে পার আছে কোন্ দেশে। আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে হায় বুঝি তৃষ্ণার শেষ নেই। মনে ভয় লাগে সেই হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে।। Englishpather śheṣh kothāẏ, śheṣh kothāẏ, kī āchhe śheṣhe et kāmnā, et sādhnā kothāẏ meśhe| ḍheu oṭhe par̤e kām̐dār, sammukhe ghan ām̐dhār, pār āchhe go pār āchhe pār āchhe kon deśhe| āj bhābi mane mane marīchikā-anbeṣhṇe hāẏ bujhi tṛṣhṇār śheṣh nei| mane bhaẏ lāge sei hāl-bhāṅā pāl-chhem̐r̤ā byathā chalechhe niruddeśhe||