Title (Indic)আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি Work(N/A) Year1931 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Shraabnee sen Writer Rabindranath Tagore LyricsBengaliআমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।। তখনো কুহেলী জালে সখা, তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।। এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান তবু এখনি যাবে কি চলি। ও মোর করুণ বল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।। Englishāmār mallikā bane yakhan pratham dharechhe kali tomār lāgiẏā takhni, bandhu, bem̐dhechhinu añjali|| takhno kuhelī jāle sakhā, taruṇī uṣhār bhāle śhiśhire śhiśhire aruṇamālikā uṭhitechhe chhalochhli|| ekhno baner gān, bandhu haẏ ni to absān tabu ekhni yābe ki chali| o mor karuṇ ballikā o tor śhrānt mallikā jharo-jharo hal, ei belā tor śheṣh kathā dis bali||