You are here

Sei bhaalo sei bhaalo

Title (Indic)
সেই ভালো সেই ভালো
Work
Year
Language
Credits
Role Artist
Music Rabindranath Tagore
Performer Debabrat bishbaas
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।

দূরে গিয়ে নয় দুঃখ দেবে,
কাছে কেন লাজে লাজানো।।

মোর বসন্তে লেগেছে তো সুর,
বেণুবনছায়া হয়েছে মধুর
থাক-না এমনি গন্ধে-বিধুর
মিলনকুঞ্জ সাজানো।

গোপনে দেখেছি তোমার
ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো চুল,
দেখেছি ঝড়ের বেলা।

তোমাতে আমাতে হয় নি যে কথা
মর্মে আমার আছে সে বারতা
না বলা বাণীর নিয়ে আকুলতা
আমার বাঁশিটি বাজানো।।

English

sei bhālo sei bhālo,
āmāre nāhaẏ nā jāno|

dūre giẏe naẏ duḥkh debe,
kāchhe ken lāje lājāno||

mor basante legechhe to sur,
beṇubanachhāẏā haẏechhe madhur
thāk-nā emni gandhe-bidhur
milanakuñj sājāno|

gopne dekhechhi tomār
byākul naẏane bhāber khelā|
utal ām̐chal, elothelo chul,
dekhechhi jhar̤er belā|

tomāte āmāte haẏ ni ye kathā
marme āmār āchhe se bārtā
nā balā bāṇīr niẏe ākultā
āmār bām̐śhiṭi bājāno||

Lyrics search