Title (Indic)আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা Work(N/A) Year1921 LanguageBengali Credits Role Artist Music Anaadikumaar dastidaar Performer Dbijen Mukherjee Writer Rabindranath Tagore LyricsBengaliআমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা।। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা।। ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি তোমার প্রেম এল যে আগুন হয়ে– করল তারে আলা। সেই-যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা।। Englishāmār abhimāner badle āj neb tomār mālā| āj niśhiśheṣhe śheṣh kare dii chokher jaler pālā|| āmār kaṭhin hṛdaẏaṭāre phele dilem pather dhāre tomār charaṇ debe tāre madhur paraśh pāṣhāṇ-gālā|| chhil āmār ām̐dhārkhāni, tāre tumii nile ṭāni tomār prem el ye āgun haẏe– karal tāre ālā| sei-ye āmār kāchhe āmi chhil sabār cheẏe dāmi tāre ujār̤ kare sājiẏe dilem tomār baraṇḍālā||