পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়
পাখিটা
ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো,
উড়তে গেলে পড়িয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়,
পাখিটা
দেখলে পরে জুড়াই আঁখি
নানা রঙের নানান পাখি,
আকাশেতে উইড়া বেড়ায়,
ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো,
উড়তে গেলে পড়িয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়,
পাখিটা
কাঁচা বাঁশের ঘরটা ফেইল্যা
ময়না পাখি পাখা মেইল্যা,
তাদের সাথে মিশিতে চায়!
ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো,
উড়তে গেলে পড়িয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়,
পাখিটা
মাটির তৈরি ময়না বলে, 'তাইলে কেনে মনটা দিলে,
না দিলে জোড় যদি ডানায়',
ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো,
উড়তে গেলে পড়িয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়
পাখিটা