Title (Indic)আমার এ মন তোমাকেই দিয়ে যাব WorkManer thikaanaa LanguageBengali Credits Role Artist Performer Shubhradeb LyricsBengaliআমার এ মন তোমাকেই দিয়ে যাব বিনিময়ে জানি না কি যে পাব শুধু তোমার ভালবাসা সাথে নিয়ে যাব।। তোমার আধার ওগো আলোয় যাব ডেকে জীবন মরুর পথে ছায়া যাব রেখে। যত দূরে থাকবো আমি তোমায় মনে রাখবো আমি সারা জীবন আমি তোমার স্মৃতি নিয়ে রবো।। তোমার জীবন থেকে আমি বিদায় নিলাম সুখের স্মৃতি শুধু তোমায় দিয়ে গেলাম। তোমায় আমি চেয়েছি কত সে কথাটি জানলে না তো সারা জীবন এ ব্যাথাটি বুকে বয়ে যাব।। Englishāmār e man tomākei diẏe yāb binimaẏe jāni nā ki ye pāb śhudhu tomār bhālbāsā sāthe niẏe yāb|| tomār ādhār ogo āloẏ yāb ḍeke jīban marur pathe chhāẏā yāb rekhe| yat dūre thākbo āmi tomāẏ mane rākhbo āmi sārā jīban āmi tomār smṛti niẏe rabo|| tomār jīban theke āmi bidāẏ nilām sukher smṛti śhudhu tomāẏ diẏe gelām| tomāẏ āmi cheẏechhi kat se kathāṭi jānle nā to sārā jīban e byāthāṭi buke baẏe yāb||