Title (Indic)সব লাল পাথরেতে চুন্নী হতে পারে না WorkMandira Year1990 LanguageBengali Credits Role Artist Performer Lata Mangeshkar LyricsBengaliসব লাল পাথরতো চুন্নী হতে পারেনা সব প্রেম মিলনে মালা পেতে পারেনা পাশাপাশি দুটি ফুল ফোঁটে যে বাগিচায় একজন ঠাঁই পায় দেবতার দুটি পায় সমাধীর বেদীটায় ঝরে যায় একজন সব ফুল দেবালয় পারেনাতো যেতে হায়। কেউবা হাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারো বা নয়ন কেউবা দু’হাতে কেবলি নিতে চায় কেউ কিছু নিতে নয় শুধু যে দিতে চায় সুখীতো সকলেই হতে চায় দুনিয়ায় সুখী কেউ হয় কেউ দু:খেই শুধু রয়ে যায়। কারো বা আশা হয়গো পূরণ হয়না সফল কারো বা স্বপন ভিক্ষারী মাটিতে ফেলে রতণ পারেনা দিতে তা কখনো মহাজন প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায় কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায়। ভাগ্যলিপী লেখে একজন সবাই মানি তারি লিখন চাওয়ার আগে কেউ সবি পায় কেউবা আশা দীপ পেয়েও হারায় ভালোবাসা না পেলেও ভালোবেসে যাওয়া যায় এরি স্মৃতি রয়ে যায় পৃথিবীর কবিতায়।। Englishsab lāl pātharto chunnī hate pārenā sab prem milne mālā pete pārenā pāśhāpāśhi duṭi phul phom̐ṭe ye bāgichāẏ ekjan ṭhām̐i pāẏ debtār duṭi pāẏ samādhīr bedīṭāẏ jhare yāẏ ekjan sab phul debālaẏ pārenāto yete hāẏ| keubā hāse sārāṭi jīban aśhru jharāẏ kāro bā naẏan keubā du’hāte kebli nite chāẏ keu kichhu nite naẏ śhudhu ye dite chāẏ sukhīto sakalei hate chāẏ duniẏāẏ sukhī keu haẏ keu du:khei śhudhu raẏe yāẏ| kāro bā āśhā haẏago pūraṇ haẏanā saphal kāro bā sbapan bhikṣhārī māṭite phele rataṇ pārenā dite tā kakhno mahājan pradīper śhikhā kāro ghar ālo kare yāẏ kāro ghar pradīper śhikhātei pur̤e yāẏ| bhāgyalipī lekhe ekjan sabāi māni tāri likhan chāoẏār āge keu sabi pāẏ keubā āśhā dīp peẏeo hārāẏ bhālobāsā nā peleo bhālobese yāoẏā yāẏ eri smṛti raẏe yāẏ pṛthibīr kabitāẏ||