Title (Indic)ও বক্ বক্ বকম্ বকম্ পায়রা WorkMaayaamrg LanguageBengali Credits Role Artist Music Maanabendr Mukherjee Performer Sandhya Mukherjee Writer Shyaamal gupt LyricsBengaliও বক্ বক্ বকম্ বকম্ পায়রা তোদের রকম সকম দেখে মুখ টিপে যে হাসছে ভোরের আকাশটা দূর থেকে।। খোলা হাওয়ার ওই যে আলোর ঝরণা ঝরানো রঙ বেরঙের নতুন খুশীর মাতন ছড়ানো শুনিস্ নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে পাখনা মেলে আয়না চলে বাঁধন ফেলে রেখে।। লোটন লোটন পায়রা তোরা ঝোঁটন বেঁধে নে নে হারিয়ে যাওয়া সুরে প্রাণের বাঁশী সেধে নে। একটু আরাম একটু সুখের মিথ্যে আশাতে যেচে কেন বন্দী থাকিস ছোট্ট বাসাতে যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে অথৈ নীলে নতুন দিনের সোনালী রোদ মেখে।। Englisho bak bak bakam bakam pāẏarā toder rakam sakam dekhe mukh ṭipe ye hāschhe bhorer ākāśhṭā dūr theke|| kholā hāoẏār oi ye ālor jharṇā jharāno raṅ berṅer natun khuśhīr mātan chhar̤āno śhunis nāki miṣhṭi sure balchhe orā ḍeke pākhnā mele āẏanā chale bām̐dhan phele rekhe|| loṭan loṭan pāẏarā torā jhom̐ṭan bem̐dhe ne ne hāriẏe yāoẏā sure prāṇer bām̐śhī sedhe ne| ekṭu ārām ekṭu sukher mithye āśhāte yeche ken bandī thākis chhoṭṭ bāsāte yā chale yā abādh ḍānāẏ sbapn chokhe em̐ke athai nīle natun diner sonālī rod mekhe||