Title (Indic)এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি WorkMaastaan LanguageBengali Credits Role Artist Performer Moh aabdul jabbaar and Sabina Yasmin Writer Aahmad jaamaan Chowdhury LyricsBengaliএক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।। ছিলাম কোথায় আমি বলো তুমি কোথায় ছিলে। এক পলকের দেখায় দূর থেকে কাছে এলে মনের টানে যদি আপন হলে মন কেন লুকোতে চাও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।। কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইবো পাশে। তোমার তরে যদি মরতে হয় মরব হেসে বন্ধুর বাধনে আজ তুমি আমায় বেধে নাও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।। Englishek buk jbālā niẏe bandhu tumi ken ekā baẏe ber̤āo āmāẏ yadi tumi bandhu mān kichhu jbālā āmāẏ dāo|| chhilām kothāẏ āmi balo tumi kothāẏ chhile| ek palker dekhāẏ dūr theke kāchhe ele maner ṭāne yadi āpan hale man ken lukote chāo āmāẏ yadi tumi bandhu mān kichhu jbālā āmāẏ dāo|| kathā dilām bandhu sāthī haẏe ra̮ibo pāśhe| tomār tare yadi marte haẏ marab hese bandhur bādhne āj tumi āmāẏ bedhe nāo āmāẏ yadi tumi bandhu mān kichhu jbālā āmāẏ dāo||