Title (Indic)এযেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই WorkKritodasher Nirban LanguageBengali Credits Role Artist Performer Tahsan LyricsBengaliএযেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই এযেনো ভীষন আক্ষেপ আমার আমি দীক্বিজয়ী নই সুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিস্সঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায় প্রেম তুমি কোথায় ?? আ-আআ-আআ-আআ-আআ-আ বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর সুধু তুমি আছ মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি সুধু আলিক্কেতন কেন তুমি শোনালে সেই দুষ্ট হাসি কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছ কাদতে পারছিনা আমি ই-ইই-ইইই-ইইই-ইইই-ই বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌছে গেছি তোমার প্রেমে পাগল হয়ে – পাগলামির ভাব-সম্প্রসারণ করেছি Englisheyen sahaj sbīkārokti āmi yugāntarī na̮i eyeno bhīṣhan ākṣhep āmār āmi dīkbijaẏī na̮i sudhu ekaṭāi āśhā āmi buke jar̤iẏe rab sārāṭi jīban tomāẏ niẏe kono ek nissaṅg rodelā rāte dekhechhi priẏatmā tomār chokhe miṣhṭi hāsi kono ek duḥsah jochhnā dine bāti nibhe gele kar̤ā ner̤echhi tomār hāter ghare kichhu arthahīn śhabd gune ḍekechhi tomāẏ prem tumi kothāẏ ?? ā-āā-āā-āā-āā-ā bindu āmi tumi āmāẏ ghire, bṛtter bhetar sudhu tumi āchh mātāl āmi tomār preme , tāi arthahīn sabi ye prem lāge prem niẏe kat śhat kabi kat kāby karlo bṛthāi jībanṭā kādā mākhāmākhi kare aśhru ghum pār̤ālo bhebe chhilām nijeke sroter biprīte ekjan prem niẏe mātāmāti sudhu ālikketan ken tumi śhonāle sei duṣhṭ hāsi ken dūr ālāpner sei miṣhṭi kabitā ken tumi śhonāle sei miṣhṭi hāsi ken dūr ālāpner sei miṣhṭi kabitā āj śhikal pariẏe āmār chokhe tumi prem āchh kādte pārchhinā āmi i-ii-iii-iii-iii-i bṛhaspatir balaẏ ghire śhanite āj āmi pauchhe gechhi tomār preme pāgal haẏe – pāgalāmir bhāb-samprasāraṇ karechhi